পোস্টস

কবিতা

সহজ স্বভাব

১৮ জুন ২০২৪

Nafis Istiak Emon

মূল লেখক নাফিস ইসতিয়াক ইমন

তোমার অনীহা, মেয়ে- বিকেলের বৈকাল হ্রদ,

আমাকে ডুবিয়ে দেয় বেদনার দানাদার জলে!

অথচ ক্রমশ এই অধিকারবোধের পারদ

উপরে উঠছে যেন পৌঁছাবে মৃত মগডালে!

আচমকা একদিন টের পাই কশেরুকাগুলো

তোমার সামনে এলে হয়ে যায় বুড়ো বালুচর।

ফুঁ দিয়ে বানাও সেটা রাস্তার সুস্থিত ধূলো

বেআদব বাতাস এসে আমাকে উড়িয়ে তারপর

বদ্বীপের মতো ওই কপালের কাছে ফেলে দিক।

ধূলোর শরীর দিয়ে বানাব কী তোমার নেকাব?

যদিও এ আবরণ মানবপ্রেমের মতো হবে সাময়িক-

তবুও চেষ্টা করা কবিদের সহজ স্বভাব।