Posts

কবিতা

পুব পাহাড়ের মেয়ে

June 18, 2024

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

77
View

আদিবাসী গ্রামটির সবচেয়ে অপুষ্ট চৈনিক চেহারার মেয়ে

পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে প্রতিদিন এমন সময়-

আমিও থামিয়ে লেখা কবিদের সহজাত উদাসীন চোখে 

দেখে নিই বিচিত্র বনজ শাক হাতে দুপায়ের দিকের বদল।

জানি এতে কিবোর্ডে আমার আঙুল আরো বেগবান হয়;

এবং নাম না জানা ওই সব সহজীবী শাঁকের মতন

পূর্ণ পুলকে যেন হরিৎ হয়ে উঠে মৃতপ্রায় একটি হৃদয়।

তবু সেটা পৃথিবীর বিশ্রাম বিরতির মত নয় গুরুতর কিছু,

অতএব আহ্নিক অনুরোধে রাত নামে, তারপর ভোর হয়ে আসে।

শব্দবিহীন ওই মেয়েটিও পাহাড়ের পুব থেকে রোজ নেমে আসে।

কিন্তু সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষ আর প্রকৃতির পথ

সমান্তরাল ছিল, এমন একটি কথা ইতর ইতিহাসে নেই-

এজন্য পরদিন শুনলাম একজন মারমা মেয়েকে নাকি কাল

পুবের পাহাড় থেকে সন্ধ্যার কিছু আগে চিতাবাঘ তুলে নিয়ে গেছে

অথচ কী অদ্ভুত তাঁর ওই চঞ্চল চলাচল না দেখেও তবু

পৃথিবীর শেষতম প্রেমের কবিতাটিও অনায়াসে লিখে ফেলি আমি।

Comments

    Please login to post comment. Login