পোস্টস

গল্প

একটি কুমিরের গল্প (প্রিমিয়াম)

১৮ জুন ২০২৪

মুহম্মদ মাহমুদুর রহমান

আলোর উৎস এবং গুরুদেবের মাথা এমন সরলরেখায় আছে যেভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ ও সূর্য অবস্থান করে, সূর্য দেখা যায় না কিন্তু সূর্যের উপস্থিতি বোঝা যায় আর চাঁদের দুধসাদা রঙ পরিণত হয় কলঙ্কের চেয়েও কালো কালিমায়। ধেয়ে আসা আগুনরঙা আলোর বিপরীতে গুরুদেবের চেহারায় কেবল চোখদুটো দেখতে পাচ্ছে আশরাফ খান; সে চোখ নির্জীব, একইসঙ্গে প্রাণশক্তিতে ভরপুর। বিপরীতে আশরাফ খানের চোখে আছে বিস্ময় ভয় আতঙ্ক, পাশাপাশি সীমাহীন ক্লান্তি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।