পোস্টস

পোস্ট

হোয়াটসঅ্যাপে ডিফল্টভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে

১৯ জুন ২০২৪

Nurul Mostak

এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার জন্য অনেকেই ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্ল্যাটফর্মটিতে গত বছর হাই ডেফিনেশন বা এইচডি ছবি ও ভিডিও শেয়ারের ফিচার যুক্ত করে মেটা। তবে প্রতিবার এইচডি মিডিয়া পাঠানোর জন্য ব্যবহারকারীদের অপশনটি নির্বাচন করতে হতো। এই সমস্যা দূর করার জন্য এইচডি অপশনকে ডিফল্টভাবে সেট করার সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ। 

হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সেটিংস দুটি হলোঃ

স্ট্যান্ডার্ড কোয়ালিটি

স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাধ্যমে ছবি ও ভিডিও কিছুটা কম্প্রেস হয়। 

 

এইচডি কোয়ালিটি

এইচডি কোয়ালিটির মাধ্যমে বেশি রেজল্যুশনের ছবি ও ভিডিও আদান-প্রদান করা হয়। 

 

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে এইচডি কোয়ালিটি ডিফল্টভাবে সেট করা যাবে। পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের বেটা ২.২৪, ৫.৬ সংস্করণে ফিচারটি চালু করা হয়। এখন ফিচারটি সকল অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

 

সুত্র