Posts

কবিতা

তবুও দেখ চীনের প্রাচীর ফুড়ে ওঠে সূর্য্য এখন

June 19, 2024

রফিকুল ইসলাম বাদল

130
View

ক্ষত বিক্ষত বিদ্রোহ

শত মানবতা লঙ্ঘন

পেলেস্টাইন সিরিয়া জুড়ে

বৈধ্য মার্কিন আগ্রাসন।

ধৃত স্বাধীকার প্রহসনে

মৃত বেচে থাকা দূর্জন।

তবুও দেখ চীনের প্রাচীর ফুড়ে ওঠে সূর্য্য এখন।

সক্ষমতা হারিয়ে ফেলা

ভূমধ্যসাগরে লাশ

ভাসে বোকা মানুষেরা

বাঁচে মিথ্যা স্বপ্নে বারোমাস।

চারদিকে ইসরাইল আছে

বৈধতা দেয়া লাশের সমন।

তবুও দেখ চীনের প্রাচীর ফুড়ে ওঠে সূর্য্য এখন।

জাতিসংঘ সংজ্ঞাহীন দেহ 

সৎকারে ব্যস্ত থাক।

চাঁদে খোজা বেশ্যালয়

এ পৃথিবী গোল্লায় যাক।

ইউক্রেনে রাশিয়া

গাজা রাফাহ মধ্যপ্রাচ্যে কে এখন।

তবুও দেখ চীনের প্রাচীর ফুড়ে ওঠে সূর্য্য এখন।

Comments

    Please login to post comment. Login