Posts

কবিতা

জনৈক মন্ত্রীকে

June 19, 2024

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

77
View

এতো বাড়তি নিরাপত্তা, সৈন্য-বেষ্টনি দিয়ে কি হবে, স্যার?

আপনার দেশের বেলাশেষের সৌর্ন্দয্য কি আপনি দেখেছেন?

কতটুকু প্রয়োজন খেটে খাওয়া মানুষের জ্ঞানের প্রসার?

সন্ধ্যা পাজড়ে যার- প্রতিদিন না পাওয়ার উড়ায় নিশেন!

কি হবে অটুট রেখে শহরে অবাধ গ্যাস সরবাহ?

জানেন কি জৈবসার এসব আপনার পূর্বপুরুষের? 

বিষাক্ত বায়ুর দ্বারা খাবার রাখছে তাজা ফ্রিজ-হিমবাহ;

অবশ্য এ কবিতাও সংসার ভেঙেছে এক মহিলা গাছের!

Comments

    Please login to post comment. Login