পোস্টস

কবিতা

রূপসী বাংলা আমার

২০ জুন ২০২৪

নাসির ফরহাদ

দোয়েলের শিস থেকে রাখালী বাঁশিতে, 

সুর তুলে কত সুমধুর।

রুপালি ইলিশ আর মাঝির ভাটিয়ালি, 

বধূ নাইওর যায় বহুদূর।

ফসলের মাঠে থেকে যে ঘ্রাণ ছুটে আসে,

তালে তালে নেচে উঠে মম প্রাণ।

পাকা ধানের মাঠে সোনালী ঢেউয়ের স্রোতে,

একতারা বেজে ওঠে, 

জেগে উঠে সাথে সাথে বাউলের গান।

নেচে উঠে সাথে সাথে বাউলের প্রাণ।

এ যে সোনার বাংলা আমার- 

রূপসী বাংলা আমার, 

রূপের নাই তো শেষ।