পাঠদানের রীতি পাল্টে গেছে। আমি যা শিখেছি, আপনি যা শিখেছেন তা কি পরবর্তী শিক্ষার্থীরা শিখছে? না। শিখছে তবে অন্য ভাবে।
হাইস্কুলের শিক্ষার্থীরা শিখছে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মতো। এদের জ্ঞান কি কম না-কি আমাদের জ্ঞান বেশি ছিল? হ্যাঁ। সবার জ্ঞান সমান হয় না। তবে জ্ঞান অর্জন করতে হয় নিজের মতো করে। আজকাল সবাই জ্ঞান অর্জন করছে বাঁধাই করে দেওয়া নিয়মে। হয়ত হাতে-কলমে শিখছে। কিন্তু এ শিক্ষায় শিক্ষিত হয়ে কি হবে? এরা কি ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে নাকি নকশাকার হবে? আমরা এ কোন দুনিয়ায় বাস করছি! আফসোস।
অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। তাই তারা শিক্ষার্থীদের অধিক ভালো করতে গিয়ে অধিক ক্ষতি করে ফেলছে। জ্ঞান বিকশিত হচ্ছে আবার বধিরও হচ্ছে।
72
View