Posts

গল্প

বলদ নাম্বার ওয়ান (পর্ব : 1)

June 21, 2024

সাদাত হোসাইন

122
View

এই যে বাবা শোন , আজকে তোর স্কুলের মৌখিক

পরিক্ষা । যা প্রশ্ন করে তারই উত্তর দিবা। বুচ্ছ ।

ছেলের নাম কুদ্দুস ।ছেলে খুব বোকাসোকা ।

সে আজকে পরিক্ষা দিতে যাবে ।

স্কুলে আসার পরে ,

কুদ্দুস : আসালামুয়ালাইকুম । স্যার ভিতরে আসব ।

স্যার   : ওয়ালাইকুমুসসালাম। আসো । তোমাকে প্রশ্ন 

করা শুরু করব ?

কুদ্দুস : স্যার খাবার দিবেন না ?

স্যার   : এই তুমি পরিক্ষা দিতে আসছো , খাইতেনা ।

কুদ্দুস : আচ্ছা ।

স্যার   : তোমারনাম কী ?

কুদ্দুস : গাধা ।

স্যার   : কীহ্। কেন ?

কুদ্দুস : সবাই আমাকে গাধা বলে ডাকে তাই ।

স্যার   : আসল নাম কী ?

কুদ্দুস : কুদ্দুস ।

স্যার   : বয়স কতো ?

কুদ্দুস : ৪৩ ।

স্যার   : এইটা তোমার বয়স নাকি তোমার বাবার বয়স ।

কুদ্দুস : বাবার ।

স্যার   : তোমার আসল বয়স কত ?

কুদ্দুস : মনে হয় ৭।

স্যার   : নিজের বয়সো জানো না যেবলছো মনে হয় ।

যাই হোক তোমার বাবার নাম কি ?

কুদ্দুস : আমার বাবার নাম গরুর ডাক্তার ।

স্যার   : আর মায়ের নাম গুরুর নার্স ঠিক বলছি না ?

কুদ্দুস : নানা মায়ের নাম খুটুনি । ছোটবেলা থেকে

সবকিছু খুটে তো তাই।

স্যার   : না না তোকে দিয়ে কিচ্ছু হবে না । তুই হচ্ছিস 

বলদ নাম্বার ওয়ান । যা স্কুল থেকে বের হ ।

কুদ্দুস : আসালামুয়ালাইকুম ।

Comments

    Please login to post comment. Login