তুমিও ঠিক বদলে গেছো,
চিরচেনা প্রিয় স্বজন।
বইয়ের ভাঁজে শুকনো গোলাপ
রংয়ের মতন।
টকটকে লাল রংটা যেমন রক্ত-পচা
খয়েরী ধরণ।
খুব সহজেই আখির ভাষা বদলে দিয়ে,
পরাণ পাখি।
কেমন করে এক নিমিষেই খুলে দিলে,
হাতের রাখি।
পথ হারানো পথে তোমায় খুঁজে ফিরে,
একলা ডাকি।
কেমন করে ফেলে দিলে আমার
হাতের লেখা চিঠি।
চিঠির ভাঁজে লুকিয়ে রাখা মন ভোলানো
যাদুর কাঠি।
ছন্দ ছাড়া কাব্য গড়ে স্মৃতির পথে,
আজো আমি একলা হাঁটি।