Posts

নন ফিকশন

বিদ্রোহ করো

June 21, 2024

মোঃ সিফাত আল ইসলাম

204
View

বিদ্রোহ করো বিপ্লব করো
যুদ্ধ করো শেষে,
জিতব আমরা হারবে তারা
বিদ্রোহের শেষে।

পড়লে বিপদে হারলে যুদ্ধে
মনকে তোমার রাখ শান্ত,
কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে
যতই তুমি হও ভ্রান্ত।

সংগ্রাম করো বিপ্লব করো
শান্তি আনো শেষে,
জয় হবে, হার হবে না গো
বিদ্রোহের শেষে, বিদ্রোহের শেষে।

Comments

    Please login to post comment. Login