Posts

কবিতা

সৌন্দর্য

June 21, 2024

মোঃ সিফাত আল ইসলাম

109
View

পৃথিবীতে রয়েছে নদী-নালা, ঘাস
বিভিন্ন দেশে রয়েছে বিভিন্ন ধরনের মাস,
বাংলাদেশে ছয় ঋতুতে বছরে বারো মাস
গ্রামের বেশিরভাগ মানুষ করে শুধু চাষ।

সেই চাষের ফলন হচ্ছে ধান, ভুট্টা, গম
সৌরজগতের একটি গ্রহের নাম হচ্ছে সোম,
সোমের মতো পৃথিবীও হয় একটি গ্রহ
চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ।

পৃথিবী রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে
মানুষ যেতে পারেনি এই গ্যালাক্সির বাহিরেতে,
পৃথিবীর রয়েছে সৌন্দর্যের বাহার
আমরা তিন বেলা করি শুধু আহার।

Comments

    Please login to post comment. Login