Posts

কবিতা

আষাঢ় মাসের প্রথম দিন

June 21, 2024

মো আনছার আলী

Original Author মোঃ আনছার আলী

300
View

আষাঢ় মাসের প্রথম দিন

কদম ফুটুক আর নাই ফুটুক

আজ বর্ষাকাল,

আষাঢ় মাসের প্রথম দিন।

বৃষ্টি হোক আর নাই হোক

আজ বর্ষাকাল,

থাকার কথা বাদলা দিন।

মেঘ জমুক আর নাই জমুক

আজ বর্ষাকাল,

থাকার কথা জলে ভরপুর।

ব্যাঙ ডাকুক আর নাই ডাকুক

আজ বর্ষাকাল,

শুনার কথা ব্যাঙের সুর।

হায়রে আমার ষড়ঋতুর দেশ

বৃষ্টি বিহনে চরম হাপিত্যেশ

বন্দি তুমি ক্যালেন্ডারের পাতায়

প্রকৃতিতে খুঁজে আজ না তোমাকে পাই।

Comments

    Please login to post comment. Login