পোস্টস

গল্প

তাহলে ,

২২ জুন ২০২৪

সাদাত হোসাইন

মূল লেখক সাদাত হোসাইন

ফুল আঁকা দেয়াল । রুমের ভিতর ফুল দিয়ে সাজানো । 

সেই বাড়িতে থাকতো এক ছেলে , বয়স দশ বা এগারো । 

 বাসায় আর কেউ নেই । একদিন রাতের বেলা তার ঘুম 

ভেঙ্গে গেল নিঃশ্বাসের শব্দ । তার নিজের নয় অন্য 

কারো নিঃশ্বাসের শব্দ । বাড়িতে তো সে একা তাহলে ?

 সে থমকে দাঁড়ালো এবং একটু ভয়ও পেল । সে বলল , 

এই তো হয়ে গেল প্রায় দুই বছর এখানে আমি একা 

থাকি । তবে আজ কেন এরকম হলো । না না এটা 

আমার মনের ভুল । এই বলে শেষ শুয়ে পরল তার মন 

কিছুতেই সায় দিচ্ছিল না । তবু সে ভয়ে ঘুমিয়ে পড়ল । 

সকালে সে ঘুম থেকে উঠে হাতমুখ ধুতে গেল । হঠাৎ ,

মায়া : আআআআআআআআ ।

সেও তার সাথে চিৎকার করে উঠলো ।

সে বলল : তুমি কে ?

মায়া বলল : আগে তুমি বলো তুমি কে ? 

সে বলল : আমি এই বাড়িতেই থাকি ।

মায়া বলল : মালিক আহেন তো ।

মালিক বলল : এই ছেলে তুমি কে ?

সে বলল : আমি এই বাড়িতেই থাকি ।

তারপর এই ভাবেই ঝগড়া করতে করতে তারা সিদ্ধান্ত 

নিল যে তারা সবাই আজকের দিন তারা এই বাসাতেই 

থাকবে ।

পরদিন সকালের ঘটনা ,

 একটি লোকের মনে হল বাসায় 

কেউ নেই । তখন সে দরজার সামনে গেল এবং দেখল 

যে দরজা খোলা ।

সে বাসার ভিতরে যে দেখ সত্যিই বাসা পুরোটাই খালি ।

আর বাসার ভেতরে কেউ নেই ।

তারপর সে একটু সামনে আগাতেই দেখল একটি মেয়ে 

মেঝেতে পড়ে আছে

পড়েছে যখন মেয়েটির কাছে গেল তখন দেখল যে 

মেয়েটি মারা গেছে ।

দেওয়ালে কি কি যেন অদ্ভুত ভাষায় লেখা ছিল 

সে কিছুই বুঝতে পারল না ।

তারপর সে ভয়ে বাসা থেকে যখনই বের হতে যাবে  ,

তখনই পিছনে তাকিয়ে তার হার্ট অ্যাটাক হলো এবং সে 

ওখানে মারা গেল ।

তাহলে ,