Posts

পোস্ট

পৃথিবীর বুকে একটি ক্ষত

April 21, 2024

সব্যসাচী

Original Author সব্যসাচী

অসংখ্য প্রশ্ন চেপে পৃথিবীর দিকে তাকিয়ে আছি
সীমান্ত বিরোধে কিংবা রাজত্ব রক্ষায় বুলেটের মুখে ব্যয় হচ্ছে লক্ষাধিক প্রাণ
বেদুইন ক্ষমতা কি পারব—জন্ম বা মৃত্যুর সীমা পেড়িয়ে কোরতে রাজত্ব তাদের উপর?
আসুন তবে রাউন্ড টেবিল মিটিং করা যাক—কে জানে মৃত্যুর অজগরটি কোথা থেকে এসে
ছোবল দেয়?—চুক্তি হোক; 
কলম ও কাগজের মাঝে গ্রেনেড রেখে যোগ দিই শান্তির আলোচনায়
কিন্তু আমি কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে মিনেসোটার রাস্তায় ফেলে এসেছি
যদি সে প্রতিবাদ করে— শান্তি আলোচনা নামক উপহাস কবে বন্ধ কোরবেন আপনারা
মস্তিষ্ক বিচ্যুত ফিলিস্তিনি শিশু কিংবা ক্ষুধার্ত সিরিয়ান বালিকা ইয়েমেনে ধর্মীয়
বোমার আঘাতে
বিধ্বস্ত হুদি সম্প্রদায় মাটিখেকো আফ্রিকান— তাদের প্রশ্নের জবাব কি আছে
আপনার কাছে?
বিস্মিত হয়ে পৃথিবীর দিকে তাকিয়ে থেকে
মগজে সারশূন্যতা নিয়ে ভাবি—শোক আর অনুতাপে ভিজে যায় ক্রোধের বারুদ
তবু শান্ত হয় না হাইড্রোজেন বোম কিংবা সুপারসনিক মিসাইলেরা।
আগুন সৃষ্টির যুগ থেকে পৃথিবীর বুকে একটিই ক্ষত
কিছু উন্মাদ ও মাতাল কবিরা পৃথিবীর বুক সেলাই করে যাচ্ছে প্রতিনিয়ত।

Comments

    Please login to post comment. Login