Posts

বাংলা সাহিত্য

যে,ও।

June 23, 2024

Shoaib ahmed

Original Author শোয়াইব আহমেদ।

101
View

যেও!!

প্রজাতির ন্যায় আসে

আমার বেপরোয়া জীবনে।

আমার অপবিত্র সকল ইচ্ছে

যায় পবিত্র করে দিয়ে।

 

ওকে,

দেখেছিলাম এক রাতে,

নীল শাড়ি গাঁয়,

কালো গোলাপ হাতে।

স্থীর চোখ,মুখে মায়া

কিন্তু খালি পায়ে।

 

উত্তাল ঝড় তার বুকে,

যাচ্ছে খোপা খুলে।

বেঁধে দিতে তাই

হাটতে লাগলাম

হৃদয়মায়ার টানে।

 

(১৫.০২.২১)

Selected on Bangladesh ‘Kabyagrantha 2022’

Comments

    Please login to post comment. Login