পোস্টস

বাংলা সাহিত্য

যে,ও।

২৩ জুন ২০২৪

Shoaib ahmed

মূল লেখক শোয়াইব আহমেদ।

যেও!!

প্রজাতির ন্যায় আসে

আমার বেপরোয়া জীবনে।

আমার অপবিত্র সকল ইচ্ছে

যায় পবিত্র করে দিয়ে।

 

ওকে,

দেখেছিলাম এক রাতে,

নীল শাড়ি গাঁয়,

কালো গোলাপ হাতে।

স্থীর চোখ,মুখে মায়া

কিন্তু খালি পায়ে।

 

উত্তাল ঝড় তার বুকে,

যাচ্ছে খোপা খুলে।

বেঁধে দিতে তাই

হাটতে লাগলাম

হৃদয়মায়ার টানে।

 

(১৫.০২.২১)

Selected on Bangladesh ‘Kabyagrantha 2022’