Posts

পোস্ট

লোক দেখানোটাই যেন আমাদের নতুন ট্রেন্ড (Premium)

June 23, 2024

S.A.M. Fakrul Alam

আপনি যত কাজ করবেন ততই যেন ভাল থাকবেন। কাজ না করে চিন্তা করলে দেখবেন ভাল চিন্তা মাথায় একদমই আসে না। আজকাল দেখা যায় মানুষের মাঝে একটা স্বভাব খুবই বেড়ে উঠেছে। তাই বলে আগে ছিল না তা কিন্তু নয়। এখন শুধু দেখানর স্টাইল বেড়ছে অনেকাংশ বেশি। যার আছে সে দেখাবে না তো কে দেখাবে, কিন্তু এখানে একটু ভিন্নতা এসেছে সেটা হলো যার নেই সেও এখন দেখাতে পছন্দ করে। এই দেখানোর মাঝে মনে হয় আলাদা একটা দামী সুখ খুঁজে পাওয়া যায়। তাই তো দিন দিন নতুন প্রজম্মের মাঝে দেখানোটা বেড়েই চলছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login