Posts

কবিতা

হাজার বছর পরে

June 24, 2024

মোঃ রায়হান আহাম্মেদ

Original Author মোঃ রায়হান আহাম্মেদ

হাজার বছর পরে, প্রভাত ফেরি হয়ে

ভাঙ্গবো তোমার নিশি নিদ-প্রথম পরশে।

হয়ত আসবো বাতাস হয়ে; নয়ত ফিরবো হয়ে কোকিল-

কণ্ঠে সুর লয়ে।

হয়ত ফুটবো হয়ে গোলাপ, নয়ত হয়ে বেলী

ফুলের গন্ধে মাতাল হয়ে; রেশমি কেশ দিয়ে ছেড়ে,

নৃত্য করবে মন আনন্দে, তখন আমি পরবো গিয়ে;-

তোমার চরণ তলে ।

কোনো এক গোধূলি লগ্নে, থাকবে হয়ে উদাসীন

বিষাদিনী হয়ে রইবে চেয়ে, ডুবে যেতে দেখবে দিন;

তখন আমি বাতাস হয়ে, দোলা দিবো কোমল প্রাণে ।

আজ হতে হাজার পরে......................

"রায়হান বাবু"

Comments

    Please login to post comment. Login