বরফ গলা নদীর মত
চোখ থেকে জল ঝরে পড়ে।
দুঃখগুলো নদী হয়ে
বয়েই চলে দক্ষিণে।
তোমার স্মৃতি দুঃখ প্রীতি
হাতের মুঠোয় শূন্যতা।
আগের মত হাত বাড়ালে
অধরা নীল আকাশ ছোঁয়া।
নীল চাদরে দুঃখগুলো
তাইতো রাখি আড়াল করে।
নদীর জলে কষ্ট মেশে
বয়েই চলে দক্ষিনে।
পূর্ব থেকে দক্ষিণে যায়
উত্তর থেকে দক্ষিণে।
একে বেকে দুঃখ চলে
পশ্চিমও যায় দক্ষিণে।