আকবর চৌধুরীর একগুচ্ছ কাপলেট পড়ুন──
১
ঝরনা পেল সাগর–নদী, তুমি পেলে কাকে
রেখেছি তোমাকে, পুকুর যেমনি বৃষ্টি রাখে
২
ঘাই মারি তোমাতে, তুমি অন্য কারো জালে
জীবন নেই জীবনে, ভাসছে ভিন্ন দুটি খালে
৩
কী যন্ত্রণা আমার মানসে, সেও গেছে ভুলে
নদী সাগরে, আমি ভবঘুরে, মৌমাছি ফুলে
৪
আসতে হয়, এত বিমুখতার মাঝেও আসি
একদিন সেও আসবে, আজ যেই সন্ন্যাসী