পোস্টস

কবিতা

চাওয়া পাওয়া

২৪ জুন ২০২৪

নাসির ফরহাদ

প্রদীপ জ্বালে আঁধার হলে, আলোতে তার নাইতো দাম।

এই জীবনের হিসেব কঠিন, আপন চালে ধরাধাম।

শিখর অব্দি বিস্তার তোমার, তবুও কোন নিস্তার নাই।

যার যা আছে সন্তুষ্ট নয়, হাহাকার আর চাই আর চাই।

 

পঙ্গু শুধু নিজেই জানে,

কোনটা জীবন! কি তার মানে।

দাম বেশি কার, পা না জুতার।

জীবন অচল কি না পেলে।

 

হাসপাতালের বিছানাতে 

কাতরাচ্ছে যে ধনিটায়।

সে ই জানে সূখ কিসেতে,

সুস্থ থাকায় না কি টাকায়।

 

ফুটপাতে তে থাকে যে জন, 

ঘামে ভিজে, বৃষ্টি হলে!!!

সে ই তো জানে কি আনন্দ 

মাথার উপর ছাদটা পেলে।

 

মা হারা সেই শিশু জানে 

কতো নিষ্ঠুর এ পৃথিবী।

মা থাকাটা জরুরি, 

না কি থাকা এ গরিবী।