পোস্টস

কবিতা

ইতিহাস

২৪ জুন ২০২৪

প্রয়াস মেঘনাদ

সভ্যতা থেকে কঙ্কাল তুমি
নভো খোল নতুদ্বার। 
কোথায় তুমি হইয়াছো বিলীন 
কোথা সত্য, সমাদার।। 


নতুন ভোরে নতুন পাখি
নয়া সাঝে উঠল ডাকি।
বেদনারিক্তে নিভিতে জতনে
সারা'দ্বারে তারে ছড়ায়ে রাখি।।

 

তন্দ্রাচ্ছন্ন পল্লব চোখে
নতুজানু হয়ে প্রাপ্য সমাদারে, 
জানাই তারে সহস্র সালাম
সত্য সে যে, নিজেরে পুণ্য করি।।