কতবার মরেছি আমি,
আমার কফিনে কতবার ঠুকেছো পেরেক;
আমি আবার ফিরে এসেছি,
আমার হতাশার কঙ্কালে আশার মাংশপেশী
গড়ে তুলেছে আবার এক দেহনগর।
মনে কি পড়ে, ও হে প্রিয়তমা?
যখন ঈশ্বরের সন্তানেকে ফেলে দিয়েছিল
ডাস্টবিনে, নালা-নর্দমায়,
তার শ্বাসের সাথে মরে গেছি আমি,
আকাশে বেধেছি বাসা, সাক্ষী অন্তর্যামী।
মনে কি পড়ে? ও হে প্রিয়তম?
আমার নগ্নদেহে বেধেছো আদিম খেলাঘর,
জান্তব হাসিতে ক্ষয়ে গেছে দুঃসহ চিৎকার
আঁধারের বুকে মোরে করেছো সৎকার,
কুকুর ছাড়া কাঁদেনি কেউ।
আমি মরে যাই বারে বার,
দেখি যদি এতোটুকু আলো, ফিরে আসি আবার,
ক্ষুধার্ত পথশিশু, যেমন ফিরে আসে, দেখে উচ্ছিষ্ট খাবার
"আমায় ক্ষমা করো, ও হে, প্রিয়তম"
আসবো না আমি আর করে যাই নমঃ
আমার কফিনে, ও হে, তুমি প্রিয়তমা
আগুন জ্বেলে দাও, করে দাও ক্ষমা।
পুড়ে যাক এ দেহ শেষ হাসি হেঁসে,
চলে যাই ছাই হয়ে মানবের দেশে।