পোস্টস

কবিতা

অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী

২৫ জুন ২০২৪

রাকিব হাসান

ঈশ্বর আমাকে বিশ্বাস করেন বলেই

আমার গর্ভে প্রেরণ করেন মানব সন্তান।

আমার গর্ভকে করেছেন

দুনিয়ার নিরাপদতম স্থান।

 

ঈশ্বর আমাকে বিশ্বাস করেন বলেই

অবুঝ নবজাতকের খাদ্য ভান্ডার দিয়েছেন

আমার বুকের দু পাশে।

 

ঈশ্বর আমাকে বিশ্বাস করেন বলেই

আমাকে করেছেন আশ্রয়

ঠিক পাখির নীড়ের মত

দিনের শেষে সবাই ফিরে আসে আমার গৃহসুখে

কি স্বামী ! কি সন্তান।

আমার মাঝেই ঈশ্বর লুকিয়ে রেখেছেন

প্রেয়সীর কামনার আগুন

অথবা মায়ের মমতার জল।

 

না, আমি পুরুষের অর্ধাঙ্গী নই।

আমার ভেতর থেকে

মায়া, মমতা, প্রেম, আদর, সোহাগ

এসব বাদ দিলেই কেবল

আমি হয়ে উঠি পুরুষ।

হ্যা, তোমরা যাকে 'পুরুষ' বল, সেই পুরুষ।

 

ঈশ্বর আমাকে করেছেন পৃথিবীর মতই সর্বংসহা

আমি জ্বলে জ্বলে যাই যুগের পর যুগ

তবু থেকেছি স্বপ্নের নারী হয়ে

প্রতিটি পুরুষের স্বপ্নে।

ঈশরের মতই আমি ক্ষমা করে যাই হাসিমুখে

প্রেমে-কামে-আবেগে-মমতায়

জীবনের পথ দিই পাড়ি। 

তাই, অর্ধেক নারী হয়েও

বাকী অর্ধেক আমি ঈশ্বরী।