Posts

কবিতা

আশ্রয়

June 25, 2024

রাকিব হাসান

82
View

ওগো নগরবালিকা,

আমি আশ্রয় চাইনি

তোমার প্রাসাদে

অথবা

তোমার শয়নকক্ষে

অথবা

বিছানায়;

আমি আশ্রয় চেয়েছিলাম-

তোমার হাতের স্পৃশ্যতায়;

ক্লান্তপ্রাণ পথিক যেমন আশ্রয় চায়

বটবৃক্ষের অদৃশ্য ছায়া শীতলতায়।।

ওগো নগরবালিকা,

আমি আশ্রয় চাইনি-

তোমার আলিঙ্গনে

অথবা

ওষ্ঠ্যোষ্ণতায়

অথবা

মিলন কামনায়;

আমি আশ্রয় চেয়েছিলাম-

তোমার চোখের চাহনীতে

যেন তোমার চোখের মণি কোঠায়

খুজে পাই আমার বসতির স্থায়ী ঠিকানা।।

ওগো নগরবালিকা,

আমি আশ্রয় চাইনি-

তোমার ঝড়ো প্রেমের উন্মত্ততায়

অথবা লোমকূপের শিহরণে

অথবা

গোপন আনন্দধারায়;

আমি আশ্রয় চেয়েছিলাম-

তোমার হৃৎপিণ্ডের কোন এক প্রকোষ্ঠে

সদর অলিন্দে অথবা নিলয়ের গভীরে

পাখির শাবক যেমন থাকে মোলায়েম নীড়ে।।

অবুঝ নগরবালিকা,

তুমি প্রাসাদেই বানালে জগত

সংসার শয়নকক্ষে, বিছানায়,

খুজলে না স্পৃশ্যতার অদৃশ্য শীতলতা।

অবুঝ নগরবালিকা,

আলিঙ্গনে উষ্ণ করে ওষ্ঠ্য

নেভালে মিলনের কামনা

খুজলে না নয়নের গহীনে অধরা ঠিকানা।।

ওগো অবুঝ নগরবালিকা-

হলে ঝড়ো প্রেমে উন্মত্ত

লোমকূপের প্রতি শিহরনে লভিলে গোপন আনন্দ

খুজলে না অলিন্দ নিলয়ের মাঝে ভালবাসার অনিরুদ্ধ জোয়ার।।

Comments

    Please login to post comment. Login