পোস্টস

কবিতা

যদি আবার আসি

২৫ জুন ২০২৪

রাকিব হাসান

যদি আবার কখনো আসি

এভাবে আসবো না

বুকে কলিজা নিয়ে আসবো

হাতে রক্তমাতাল তলোয়ার নিয়ে আসবো-

শান্তির মশাল হাতে নিয়ে দৌড়ে দৌড়ে শান্তির বার্তা বইতে আসবো না

মশালাগ্নিতে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে আসবো

অস্থি পোড়া, কাষ্ঠ পোড়া

দেহ পোড়া ছাই নিয়ে হাতে

ভস্মীভূত নগরের সদর ফটকে দাঁড়িয়ে

আমি আগামেমননের উল্লসিত হাসি হাসবো।

 

যদি আবার কখনো আসি

এভাবে আসবো না

হয় হিটলার হয়ে আসবো

না হয়

লেলিন-স্ট্যালিন-মুসোলিন হয়ে আসবো।

আমি কেড়ে নিতে আসবো

আমি লুটে নিতে আসবো

যা আছে তো ঘরে

অথবা আলমারিতে

কিংবা সিন্ধুকের আঁধারে।

 

"আজি হতে ঠিক শতবর্ষ পরে,

যে তুমি পড়িছো আমার কবিতাখানি"

আমি তোমার দেহের কলকব্জা নেড়ে

অন্তরীক্ষের সকল বাধন চিড়ে

আমি উঠবো জেগে তোমার নবপ্রাণে

ঝড়ো সুর হয়ে বিদ্রোহী কোন গানে।

আমি ধরণির বক্ষে মহাত্রাস হয়ে আসবো

আমি অনিরুদ্ধ কোন মরুঝড় হয়ে আসবো

কেড়ে নিতে যা কিছু আছে তোর

করে নিতে চিরতরে তা মোর

আমি আসবো অনলজ্বলা সূর্যরথে চড়ে

হয়ে কোন সর্বনাশা ভোর।

আমি আসবো

আসবোই

আমি আসবো।।