পোস্টস

কবিতা

সুবোধ তুই পালিয়ে যা

২৫ জুন ২০২৪

রাকিব হাসান

সুবোধ তুই পালিয়ে যা এমন কোন দেশে

যেথায় মানুষ ঘরে ফিরে ক্লান্ত দিনের শেষে।

যেথায় মানুষ হাসতে পারে সূর্যরাঙা হাসি,

মনের মাঝে জবা- গোলাপ ফুটে রাশি রাশি।

যে দেশেতে আশা থাকে সব মানুষের বুকে

হাসির যেথা ঢেউ খেলে যায়, পথচারীর মুখে।

যেথায় শুধু আলো জ্বলে মন প্রদীপের ঘরে,

সেথায় সুবোধ যারে চলে পড়ো জমি ছেড়ে।

যেই দেশেতে মানুষ আছে ঘরে পথে ঘাটে

যেথায় মানুষ বিপদ হলে একই সাথে হাটে

ভালবাসার বাধন দিয়ে গড়া যাদের মন

অন্যায় হলে নামবে পথে করে যারা পণ

হত্যা হলে বিচার হবে এমন যেথা নীতি

সত্য কথা বলতে যেথা নাইরে কোন ভীতি।

আজকে রাতে সুবোধরে তুই সেথা চলে যা

সকাল বেলা উঠে যেন তোকে দেখি না।