Posts

কবিতা

নষ্ট সময়ে গান

June 25, 2024

রাকিব হাসান

আমি ক্লান্তপ্রাণ এক চিত্রকর,

ক্লান্ত আমার দুহাত, নর্দমার ছবি একে একে

বিভৎসতার ছবিতে তুলির আচড় দিতে দিতে।

আজ আমি ভয়ে দরজা বন্ধ করে রাখি,

জানালার পর্দাট আমি সরাইনা সকালে।

বাইরে থেকে কেবল দুর্গন্ধের আলো আসে,

কেবল অসহ্য দম বন্ধ করা বাতাস আসে।

আজ আমি বাইরে বের হতে বড্ড ভয় পাই,

আমি পত্রিকা প্রতিটা পৃষ্ঠা উল্টোতে গিয়ে শিউরে উঠি।

বাইরে কেবল কুকুরের ধস্তাধস্তি, সাপে নেউলে যুদ্ধ।

পত্রিকায় কেবল পচে যাওয়া নৃ মাংসের স্বাদ।

আমি আজ কারো চোখে চোখ রাখতে পারি না।

আমি স্পর্শ করার জন্য একটা মানুষের হাত পাই না।

এই প্রাণীগুলোর চোখে অবিশ্বাসের কালো মণি

কেবলই চিকচিক করে,

এর হাতের মত অঙ্গগুলোতে কেবল লোলুপতার চৌম্বক আকর্ষণ।

আমি আজ কাউকে মন দেই না,

আমি আজ কারো মন নিতে চাই না।

মন আজ বড় বেহায়া, আর ডাস্টবিনে জমে যাওয়া

ময়লার স্তপ।

মন আজ স্বার্থের এসিডে ঝলসে যাওয়া মুখের

বিভৎস রূপ।

Comments

    Please login to post comment. Login