Posts

গল্প

বলদ নং ১ (পর্ব : ২)

June 25, 2024

সাদাত হোসাইন

বাবা    : আজকে তোর স্কুলের পরীক্ষার ফলাফল

প্রকাশিত হবে । তা তুমি কি পরীক্ষায় টিকবা ?

কুদ্দুস : হ্যা বাবা পরীক্ষায় টিকবো ।

বাবা    : দেখবো নি । শোন টিকে থাকলে একটা রিমোট 

কন্ট্রোল গাড়ি , দেব যদি ঝুলে থাকিস তাহলে তোকে 

ছোট পশুর খেলনা দেব আর বাতিল হলে তোকে তো 

কিছু দেব না উল্টে আরো আমরা হাতে ব্যাত নেব । এই

 নিয়ে এটা সাত নাম্বার স্কুল । তুই কোনো বাড়ি টিকিস

 না আর তোর সাথে কার গুলা এবার ক্লাস টু এ বুঝলি ।

ফলাফল প্রকাশের আগে ,

বাবা : ফলাফল নেওয়ার জন্য স্কুলে যেতে হবে এখন চল

 তাড়াতাড়ি ।

কুদ্দুস : হ্যাঁ বাবা চলো যাওয়া যায় ।

ফলাফল প্রকাশের সময় ,

স্যার : কুদ্দুস নামে কেউ কি আছেন থাকলে ভিতরে

 আসুন । 

বাবা : স্যার আমি কুদ্দুসের বাবা ।

স্যার : আচ্ছা ভিতরে আসুন ।

বাবা : আমার ছেলের কি খবর ?

স্যার : ২৫ জনের মধ্যে ২৪ তম কিন্তু সে আপনার নাম

 বলেছে গরুর ডাক্তার , মায়ের নাম বলেছে খুটুনি

 এগুলো বলেছে কেন ?

বাবা : গ্রামে এগুলোই শুনে তো তাই । গ্রামে আমাদের

 এই গুলোই বলে ডাকে ।

স্যার : ও আচ্ছা তাহলে এখন আসেন ।

বাবা : আচ্ছা ।

Comments

    Please login to post comment. Login