এ কমেন ব্যস্ততা!
বাঁচার জন্য প্রাণ সঁপে দয়ে,
মরার তরে সময় নইে!
আত্নীয় স্বজনরে বপিদাপদ,ে
সুখ- দুঃখরে ভাগদিার হত,ে
দাঁড়য়িে পাশে স্বান্তনাত,ে
এক দন্ড ফুরসৎ নইে,
দূরালাপনি দূরে ঠলে,ে
কাছরে মানুষ রয়যে দূর,ে
কন্টাক্টলষ্টিরে লম্বা বহর,
কার বাদে কার নবিো খবর!
দনো পাওনা কোথায় কমেন,
কম বশেি কোথায় খরচ!
লাভ ক্ষতরি অংক কষ,ে
ছটে, বড়, আপন পর,ে
এখনো আছে ক্ষুদ্র একদল,
র্ঊধ্বে যাদরে পথ চলাচল।
শত ব্যস্ততা, কষ্ট জ্বালাতন,
সব পড়েয়িে দাঁড়ায় ক্ষণ,
র্স্বগ হয় র্মত্যরে ভূবন,
সুখ অফুরান, পায়রে সুজন।
স্বাগত জানাও বা না জানাও,
যে আসার সে আসবইে,
তুমি খুশী হও বা কান্না করো,
চৎিকার করে সে কাঁদবইে।
আগমনী ধ্বনি এমনি কর,ি
গোমট ভঙ্গেে সুরে ভর।ি
বলো অবলোয়, সময়রে গততি,ে
শশৈব, কশৈোর, যৌবন,ে
মধ্য বয়সীর র্কমভার,ে
একটু থামে জীবন পার।ে
যে যাবার সে চলে যাব,ে
তোমার বনিম্র ব্যবহার,
কংিবা নষ্ঠিুর, অনাআচার,
উদাসীনতা, এড়য়িে চলার,
ফরিবে নাকো কাছে আর!
হয়তো কভু আমার মতো,
দবিসযামী ভাববে শতো!
হায়র!ে মানুষ ব্যস্ত মানুষ,
কবে পাবি ফরিে হুশ!
আরফি শামছ্
১৫-০২-২০২১ ঈসায়ী সাল
যাত্রাবাড়ী,
ঢাকা।
This is a premium post.