Posts

পোস্ট

পরিত্যক্ত স্মৃতি

April 22, 2024

সব্যসাচী

Original Author সব্যসাচী

এই নাও দুটো সিলিয়েন্থাস—যত্ন কোরো কিন্তু
রেখে যাচ্ছি একটি উজ্জ্বল ভোরের স্বপ্ন আর হাজার বছরের ঘুম— 
সাথে অদৃশ্যমান কিছু ছিড়েফোড়া স্মৃতি। 
তোমার প্রাক্তন এখন নিয়ম করে মদ পানে আসক্ত—শরীর বিক্রেতাদের সাথে রাতভর 
তুমুল সংলাপে ব্যস্ত থাকে—জানি সম্পর্ক পুরনো হলে মানুষ অনেক কিছুই হারায়। 
বলেছি কোনো এক সূর্যসন্ধ্যায় আমাদের আর দেখা না হোক। প্রতীক্ষার জানালায় ব্যাকুল 
দৃষ্টিতে দাড়িয়ে থাকার প্রতিজ্ঞা—তোমায় করতে হবে না। দুটো নদীর বিচ্ছেদে যে চর সৃষ্টি হয়েছে— 
সময় নামক দস্যু সেখানে নির্ভয়ে কর্তৃত্ববাজী করে যাচ্ছে । অসীমা তুমি কি জানো— 
যে নদী নিজেই নিজেকে শুকিয়ে মারছে—সমুদ্রের বুকে মাথা রাখবার কথা ভেবে তার কী লাভ?
নিজের উল্লোসিত তৃষ্ণার অবসান ঘটাতে—অনেককেই তোমার বুকে লুকিয়ে রাখো। 
উন্মাদ করা আফিমের রহস্য আর নাভিমূল থেকে বয়ে চলা স্রোতধারায় তৃপ্ত হয় দস্যুবৃত্তি। 
নিজেকে মৃত মনে হয় যখন দেখি—আমার অনুপস্থিতিতে অন্য কেউ তোমাকে ভালোবাসছে।


Comments

    Please login to post comment. Login