বজিন দুপুর রৌদ্র তাপ,ে
হজিল বনরে ছায়ায় বস,ে
নর্মিল হাওয়া গায়ে মখে,ে
ভাবছি কতো স্বপ্ন দখে।ে
শয়ন স্বপন হৃদয় কাঁপন,
প্রমে বরিহরে জীবন যাপন,
দবিানশিরি স্বপ্নে নয়ন,
আশায় আশায় সময় ক্ষপেণ।
একলা ভবেে স্বপ্ন দখে,ে
মরবে কহেো হোঁচট খয়ে,ে
কউেবা রবে সুখরে মাঝ,ে
জীবন জুড়ে সকাল সাঁঝ।ে
সবার মাঝে আমায় খুঁজ,ি
স্বপ্ন বুনি ফসল তুল,ি
চোখ ধাঁধানো সফল দখে,ি
চলবে সবার লখোলখে।ি
স্বপ্ন ঘরিইে বঁেচে থাকা,
স্বপ্ন নয়িইে জীবন চলা,
কথা কাজ,ে সবার সরো,
সবার সুখইে শান্তি ফরো।
০৯/০৭/২০২১
হাতরিঝলি,
ঢাকা।
This is a premium post.