Posts

কবিতা

সবার সবি (Premium)

June 26, 2024

ARIFUL ISLAM BHUIYAN

0
sold
ভালোবাসি দবিানশি,ি
থাকবো সবার কাছাকাছ,ি
দুঃখ সুখে মলিমেশি,ি
রয়বো সবার পাশাপাশ।ি
আমার আমার করে শুধু,
নইে উপকার কারো,
সবাই সবার একটু ভাবো,
সবাই সবি পাবো।
সবার সুখরে ভাগ-ভাগীদার,
আপন পরে সব,ে
তোমার দুঃখরে ভাগী হত,ে
সবাই সবার হব।ে
আমার মতো আমার কর,ে
আমার জীবন ভাবো,
তোমার আছে অনকে কছিু,
সসেব এখন রাখো।
দুঃখ কারো বুঝতে হল,ে
ভালো করইে বুঝো,
ভাবতে শখেো, জীবন জুড়ে
সুখরে প্রদীপ খুঁজো।
তলিে তলিে উঠবে গড়,ে
সবার প্রয়োজন,ে
আপন পররে দয়োল সড়,ে
ঐক্য সবার সন।ে
সকাল সদা রয়না সকাল,
বলো গড়ায় দুপুর,
রাতরে আঁধার চঁিড়ে নাম,ে
স্নগ্ধি আলোর ভোর।
চরিতরে আমার কর,ে
সকল সময় ভালো!
রয়বে কী মোর পাশে সব,ে
সারা জীবন ভাবো!!
পাবে ক'দনি সুখরে ছব,ি
তোমার পাশে জানো?
"সবাই সবার, সবার সব"ি,
সবাই সমান মানো।

২৫/০৮/২০২১
র্মজনিা মঞ্জলি,
মীরবাগ,
ঢাকা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login