Posts

গল্প

আমার সমস্ত জীবনটাই যে ওই পেমেন্টের ওপর দাঁড়িয়ে (Premium)

June 26, 2024

Madhab Debnath

আমার সমস্ত জীবনটাই যে ওই পেমেন্টের ওপর দাঁড়িয়ে
তিনি একদিকে শিক্ষিকা, লেখিকা আবার অতো বড় একটা কোম্পানির চেয়ারপার্সন। জীবনে বহু সম্মান, বহু পুরস্কার সে পেয়েছেন।
টাটা কোম্পানি ছাড়ার সময়ে জে আর ডি টাটা তাঁকে অমূল্য একটা উপদেশ দিয়েছিলেন, সবসময় একটা কথা মনে রাখবে যে, তোমার সমস্ত টাকা পয়সার তুমি অছি বা ট্রাস্টি মাত্র। টাকার সবসময় হাতবদল হয় হাতে রেখে লাভ নেই টাকা বড় ক্ষণস্থায়ী। যদি কখনো সাফল্য আসে তবে সমাজকে কিছু ফিরিয়ে দেবে। সেটাই কিন্তু চিরস্থায়ী হয়ে থাকবে।
তিনি আজ ও ভোলেননি এবং সবাইকে চমকে দিয়ে তিনি বলেন- বিগত একুশ বছর আমি কোন শাড়ি কিনিনি। যা শাড়ি পরি সবই পাওয়া, আমি শুধু বই কিনি।
একবার এমনো হয়েছিলো তিনি প্লেনের বিজনেস ক্লাস লাইনে দাঁড়িয়েছিলেন। এক ভদ্রলোক তাঁর সাজ পোশাক দেখে তাঁকে কেটেল ক্লাস বলেছিলেন! তিনি জানতেন না সুধা মূর্তি ভারতের রিচেস্ট পারসনদের মধ্যে অন্যতম। পদ্মশ্রী সুধা মূর্তি বলেন- সিমপ্লিসিটি ইজ দি বেষ্ট জুয়েলারী দেট আই অল অয়েজ অয়ার।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login