পোস্টস

কবিতা

অশ্রু ঝরে

২৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

অশ্রু ঝরে, 
খোশ খবরে, 
সুখের তরে,
দুঃখ পেয়ে, 
সয়তে নারে।
অশ্রু গড়ায়, 
নিজের দুঃখে,
পরের সুখে,
আপন পরে,
সবার শোকে।
অশ্রু মুছে, 
দ্রুত লয়ে, 
অগোচরে, 
আবার ঝরে, 
অশ্রু পড়ে, 
নয়ন বেয়ে।
অশ্রু গড়ায়, 
কোন কারণে, 
দুই নয়নে;
পাপের কথা,
শাস্তি ভয়ে,
কাঁপছে মনে।
ধন্য হলো,
অশ্রু যতো,
পড়লো ঝরে, 
এক পলকে,
তোমার তরে,
সঁপে দিয়ে।
জন্ম হতে,
এত্তো দিনে,
পাপের কণা,
গুনে গুনে, 
শেষ হবেনা, 
ভোর বিহানে।
রাহীম ছাড়া,
নেইযে গতি,
রহম তোমার
সবার প্রতি,
অঝোর ধারায়, 
ঝরাও আজি।
এক পলকে,
মূকের মতো,
দেখছি সবি,
আদি হতে 
অন্ত পথে,
জীবন ছবি।
আল্লাহ তোমার,
দয়া অপার, 
শেষ অবধি, 
জীবন সবার,
সফলতার,
পাবে যতি।

১০/১২/২০২১
বেগুনবাড়ি, 
হাতিরঝিল, ঢাকা।