Posts

পোস্ট

নকশীকাঁথা

June 26, 2024

রেজওয়ান আহম্মেদ

সেদিন এক দুপুরবেলা চুপি চুপি এসেছিলো শ্যামা, 

তারে ভালোবাসিবো সে কথা ভেবেছিলো কেবা!

রিক্ত দুপুর, কোকিলের ডাকে মুচকি হেসেছিলো চেনা-অচেনা। 

বাসর লতার রক্তলাল ফুলে ছেয়ে গেছে দৃশ্যপট,

ফাল্গুনের হিমেল হাওয়ায় উড়ে গেছে শুকনো পাতা,

বসন্তের সবুজ টিপে সাজানো নকশীকাঁথা। 

Comments

    Please login to post comment. Login