পোস্টস

পোস্ট

মৃত্যু নয়, কেবলই শিশু হত্যা

২৩ এপ্রিল ২০২৪

নাজমুল হোসেন রিফাত

মূল লেখক নাজমুল হোসেন রিফাত

হাইড্রোজেন বোমার আঘাত কেন আমিই অনুভব করি? যারা শান্তি প্রতিষ্ঠা করতে কাঁটাতারের বেড়া তৈরি করে এবং আরও শান্তির লক্ষ্যে বোমা বানায়, তাদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার হলেও আমি ভাবছি ভিন্ন কিছু। বোমা যদি বানাতেই হবে তবে আর কোনো নারী গর্ভধারণ না করুক, কোনো পুরুষ বীর্য উৎপাদন না করুক একটা ফুটফুটে কোমল হৃদয়ের শিশুর সর্বনাশ করতে!

আমি চাই না আর কোনো শিশুর জন্ম হোক। আমি চাই না আর কোনো মায়ের কোল হাইড্রোজেন বোমা খালি করুক।

বোমারু দের চক্রান্তের শিকার হয়ে যে শিশুরা কিছু বুঝে উঠার আগেই মারা যায়, তাদের মৃত্যুর দায় তো আমার কাঁধেও বর্তায়।
আমি আর অনুশোচনা নিতে পারছি না। এ মৃত্যু খেলা বন্ধ করো। সবাইকে বাঁচতে দাও। মরতে না চাওয়ার আগেই মেরে ফেলো না।