পোস্টস

কবিতা

সত্য-ন্যায়ের ঝান্ডাধারী (প্রিমিয়াম)

২৬ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

মাথার 'পর,ে সপ্ত আকাশ,
আরশে আজীম জানো,
স্বয়ং খোদার রহম করম,
জীবন পথে মানো।
পথ চলাতো, হলো শুরু,
চরিকালরে গোড়া হত,ে
পথে পথে অনকে পথ,ে
ফরিবে সব,ে ফরে সে পথ।ে
প্রয়িজনরে কাছে ফরি,ে
চলবে সবে সদলবল,ে
দান-প্রতদিান, কড়ায় গন্ডায়,
বুঝয়িে দবিে তলিতেলি।ে
তোমার হাতরে, মন মগজরে,
সব রকমরে অত্যাচার,
যে ভোগছে,ে ধুঁকছ,ে ধুঁক,ে
দাঁড়য়িে রবে খবরদার।
চরিসুখরে নবিাস থকে,ে
ছটিকে যাবে এমনি কর,ে
জাহান্নামে চরিতর,ে
হারয়িে যাবে অতল তল।ে
ক্ষণকালরে ক্ষণে ক্ষণ,ে
পাপ বড়েছেে বহুগুণ,ে
চরিকালরে বনিমিয়,ে
ক্ষণকালই আপন মন!ে
সময় সতেো যায় বয়ে যায়,
আজো কনেো বস,ে
ক্ষণকালরে মছিে মায়ায়,
ডুবলে পাপরে দোষ!ে
সময় এলো সবার দাবী,
সত্য-ন্যায়রে ঝান্ডাধারী,
দাও বুঝয়িে পাওনা সব,ি
রয়না কছিুই বাকী।

২৩/১১/২০১৯ ঈসায়ী সাল।
বকিাল ৪‌ টা।
আগারগাঁও,
ঢাকা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।