পোস্টস

কবিতা

মোগো কৃষক

২৬ জুন ২০২৪

রফিকুল ইসলাম বাদল

আসমানে চাও তয় আমাগো দেখবা

তোমাগো চোখ আমাগোরে আসমানেই খোঁজে!

শীত-বৃষ্টি-ঝড় সবি তো আসে 

ঐ আসমান থাইক্যা 

কি দিয়া ভোলাবা মোগোরে?

 

কৃষক সারা বছর কাতরায় খবর নাই

ফসল কাটার মাসে আসা বেশি আর্ধেক ফসলতো 

তোমাগো বগলে। 

 

গেল বন্যায় ভাইস্যা গেলাম সহ বউ পোলা আর গরুডায়।

বউ পোলা ফেরত পাইলাম 

গরুটারে নিল ভাসায়ে ।

 

খবর নিসো? নেও নাই 

তীব্র শীতে আমাগো কি আছে

আর কি নাই?

 

তবুও বুঝাও! আমাগোরে বুঝাও!!

গরু-ছাগল পালো, হাঁস-মুরগী পালো

করো মাছ চাষ।

অন্যদিকে ঠিকই হান্দাইসো 

আমাগো গোয়ায় বাঁশ।