বপ্লিবী!
র্পবতরে ঐ চূঁড়া ছোঁয়,ে
হমিবাহরে গাত্র বয়ে,ে
জন্ম লভে চলতে হব,ে
সাগর পানে ছুটবে তব।ে
সবুজ শ্যামল পথরে ধারা,
চলতে চলতে পথরে সারা,
লক্ষ্যপথে সফল হওয়া,
সকল বাঁধা, হলো হাওয়া।
জাগছে দখেো, আসছে ধয়ে,ে
বপ্লিবীরা আকাশ ছঁেয়ে ।
বপ্লিবী!
ঘন সবুজ কালো গায়,ে
শুভ্র ধারা নামছে বয়ে,ে
উদাস মনে আকাশ পান,ে
ভাবরে উদয়, কাছে টান।ে
পথে পথে লাখো হাত,ে
ময়লা ধুয়ে দবিস রাত,ে
স্বচ্ছ জলরে র্ঝণা হয়,ে
বাঁধনহারা চলছে বয়।ে
বপ্লিবী!
দখেছো তুফান, মরুঝড়,
দখেবে তাঁদরে র্ঘূণঝিড়,
মন্দ খারাপ, জীবন ভর,
পাল্টে দবি,ে নইেকো ঢর।
জরার্জীণে আনবিে প্রাণ,
শ্মশান হবে গুলস্তিান।
ঐকতানে সুর মলিয়ি,ে
সব ভদোভদে ঠলেে দয়ি,ে
পরকে সবাই আপন কর,ে
সবাই রবে সবার তর।ে
হাসবনো কউে কারো দুঃখ,ে
সুখী হবে সবার সুখ,ে
ভালো থকেো, ভালো রখেো,
জগত জুড়ে শান্তি দখেো।
২০-সপ্টেম্বের-২০২০ ঈসায়ী সাল।
ঢাকা,
বাংলাদশে।
This is a premium post.