হয়ত স্বাধীন করে দাও।
নাহয় মিথ্যা বলে দাও।
অধরে এসে যা থেমেছে
তা নির্দ্বিধায় বলে দাও।
সাচ্ছন্দের বিষ আমি পান করতেই থাকবো।
কাব্যিক নয়নের রক্তিম ভাবমূর্তি
আমি সন্ধান করতেই থাকবো।
তুমি সোপান না হলেও কি
আমায় পরিতৃপ্ত করে দাও।
স্বপ্ন স্থান পায়নি নয়নে
তা পূর্ব হতে তৃপ্ত ছিল।
যদি তোমায় না বানাতাম কল্পনায়
হৃদয় স্পন্দন ত্যাগ করত।
আমার নিষ্প্রাণ দুঃখগুলো
প্রশংসার যোগ্য বানিয়ে দাও।
আমার জীবনের সাথে যুক্ত
তোমার জীবন বলে দাও।
(১৩.০২.২১)