তুমি ভালোবাসলে
এই দাড় কাক হবে বকের মতো ফ্যাকাসে
তুমি ভালোবাসলে
সোনালি চড়ুই এসে বসবে আমার বারান্দায়
তুমি ভালোবাসলে
শুধু কবিতা না, উদ্ভাবন ঘটবে শত শত উপন্যাসেরও
তুমি ভালোবাসলে
হাইওয়ে ধরে
বিশাল আর্মাড ট্রাকে করে পাড়ি দেবো অসীমের পথ
তুমি ভালোবাসলে
শজারুর কাটা
বেদনা নিয়ে খামখেয়ালী করবে না এই হৃদয়জুড়ে
This is a premium post.