পোস্টস

কবিতা

নদীমাতৃক দেশ

২৭ জুন ২০২৪

রফিকুল ইসলাম বাদল

চড়ে নৌকায় দিতেই 

হবে ভোট

রাস্তাগুলি সবই 

নদী হোক।

 

বোঝাই তাতে যতই করো

লাঙল-ধানের গোলা।

ডুববে ভাবো নৌকা আমার

তোমরা সবাই ভোলা।

 

বাদ দাও তো ভোটের কথা

ওইটা আবার কী?

মানুষ ছাড়াই নৌকা চলে

দেশটা পুরাই নদী।