পোস্টস

পোস্ট

বিষন্নতা

২৮ জুন ২০২৪

রেজওয়ান আহম্মেদ

নিত্যান্তই অকারণে যখন মন খারাপ থাকে, তখন চেনা মানুষ চেনা পরিবেশটাকে বড্ড একঘেয়েমি লাগে। জীবনের রিক্ততা প্রতিটা ক্ষনে ক্ষনে জাগে। কিছু পাওয়ার আকাঙ্খা, কিছু অপূর্ণতা বড্ড অধৈর্য লাগে। চাঁদের আলোয় জ্বলজ্বলে রাতটাও নির্ঘুম কাটে। সময়ের আবর্তনে যখন আকাশের বুক থেকে একটা একটা করে তাঁরা গুলো খসে পরে; তখন অতীতের সব স্মৃতি গুলো কথা বলে। নুয়ে পরা স্বপ্ন গুলো ভীষণ আবেগে চাঁদের আলোয় মিশে যায়। মেঘাচ্ছন্ন এই সুবিশাল আকাশ হেসে হেসে বিষন্নতার গল্প বলে। এভাবেই রাত গড়িয়ে ভোর হয়, স্নিগ্ধ শিশিরের জলে।