Posts

নন ফিকশন

সিক্ত স্মৃতি

April 23, 2024

সাদিক ফুয়াদ

Original Author সাদিক ফুয়াদ

Translated by সাদিক ফুয়াদ

সিক্ত স্মৃতি
সাদিক ফুয়াদ

 যতই বেলা যাইবে শৈশবের স্মৃতি ততই গাঢ় হইবে
মনে পড়িবে বাবার হাত ধরিয়া প্রথম ইস্কুল যাত্রা ,
  মনে পড়িবে ভোর বেলা, মায়ের দেয়া ঘুম ভাঙানির তাড়া,
 সেসব স্মৃতি মস্তিষ্কের কুঠুরিতে আমৃত্যু থাকিবে।

বেলা বাড়িতেই থাকিবে, জীবনযাত্রা চলিতেই থাকিবে-
 হঠাৎ মনে পড়িবে বাল্যবন্ধুর নিষ্পাপ মুখ,
কোনো এক নৌকা ভ্রমণে মনে পড়িবে প্রথম সাঁতার শেখার সুখ
 মনের অমন স্মৃতি মনেতেই পড়িয়া থাকিবে ।

কোনো এক গোধূলিতে বেলকুনিতে বসিয়া চক্ষু জলে ভিজিবে
মনে পড়িবে গোল্লাছুট আর কানামাছির কথা।
চোখ মুছিতে মুছিতে গামছা ভিজিয়া যাইবে,
তবু কিছু স্মৃতি-দিয়া যাইবে অগোচরে কিঞ্চিৎ সুখের মত ব্যথা।

কোনো এক শীতের সকালে ঘুম ভাঙিলে,মন খারাপ হইবে 
দুখানা ঝাপসা চক্ষু মায়ের হাতের ভাপা পিঠার স্বাদ খুঁজিবে,
খুঁজিতে খুঁজিতে চক্ষু জোড়া ক্লান্ত হইবে
ক্লান্ত চক্ষু আবারো সুখের কোনো স্মৃতি খুঁজিতে থাকিবে।

জীবন ফুরায়া যাইবে,স্মৃতি ফুরাইবে না,
স্মৃতির পাহাড়ে কবু ধ্বস নামিবে না।
স্মৃতি আমৃত্যু, স্মৃতি সুখকর
বার্ধক্য আসিলে স্মৃতিই সম্বল।

Comments

    Please login to post comment. Login