পোস্টস

পোস্ট

অতঃপর

২৮ জুন ২০২৪

রেজওয়ান আহম্মেদ

তুমি নেই বলে এই শহরের সকালে, শিশির জমে না ঘাসে। তুমি নেই বলে গাঢ় কুয়াশা গুলো বিষাদের শোকে হাসে। তুমি নেই জেনেও জীবন নদীতে শিউলি ফুল গুলো ভাসে।

জীবনের অনেক ভুল, তাই ভাগ্য করে তোমায় আর পাওয়া হলো না। তুমি নেই বলে এই শহরের বালুকণায় পদচিহ্নেরা ভীড় জমায় না।

তুমি নেই বলে বকুল ফুল আর বাতাসে 

সুবাসিত সৌরভ ছড়ায় না।

তোমার অট্টহাসি তে এই শহরে

মুগ্ধতা ছড়ায় না।

তোমার কন্ঠস্বর আজও বাতাসে উড়ে বেড়ায়,

তোমার স্পর্শ পাওয়া হয়নি কখনো,

তোমাকে ভেবে প্রতিটা মুহূর্ত কাটে এখনো।

তোমায় ভালোবাসতে বাসতে হারিয়ে যাব একদিন, তবে এই ভালোবাসা রয়ে যাবে;

প্রতিটা ধূলিকণার মাঝে, সবুজ পাতার ভাজে,

প্রতিটা হৃদপিণ্ডের প্রকোষ্ঠের মাঝে। ঐ আকাশের তাঁরাদের মাঝে দেখি, মিছে মিছে কত স্বপ্ন আঁকি,

জানি সে স্বপ্ন হাস্যকর, এভাবেই ভালোবাসা বেঁচে রবে অতঃপর।