নীড়ে ভিড়িতেছে কত তরী..! সবের খোঁজ কি রাখিতেছো প্রিয়..? যে তরী ডুবিয়াছে নীড়ে ভিড়ার আগে,তারেই তো খুজি তুমি-আমি মিলি! পঞ্চম ইন্দ্রিয় তোমারে ডরে ডোবায়। মাঝ নদে ডুবিবার পূর্বেই ডুবিয়ে যাইতেছো অথৈ জলে। এ তোমার কেমন বিচক্ষণতা? জলোচ্ছ্বাস তো গেল বছর ও হইলো! তোমারে তো পিছপা হইতে দেখিলাম না ডিঙি! তবে এবারো চলো, নদীটাতে সাতরায়ে বেড়াই। মনের ডর টারে চলো ভাসায়া দেই অতলে। যাবা প্রিয়..? বাইচা ফিরলে গঞ্জে থেইকা তোমারে একজোড়া পাখনা কিইনা দিমু। সূর্য ডুবার আগে একদিন আকাশে বেড়ায়া আসবা! চলো এবার,ঢেউয়ে গা ভাসাই....
(অসমাপ্ত)