অনেকটা সময় পাড় হয়ে গেছে,
স্মৃতি গুলো ঝিমোচ্ছে ক্লান্ত নিঃশ্বাসে,
তুমি কখন বাড়িয়ে দিবে হাত এই বিশ্বাসে।
এখন চাহিদা গুলো বড্ড অভিমান করে,
সময়ের মায়াজালে হারিয়ে যাচ্ছি অগোচরে।
একটা সময় তোমাকে ভেবে ছবি আঁকতাম,
এখন পেন্সিলের গ্রাফাইট আর তোমার ছবি আঁকে না।
পুরনো ছবিগুলো আর আবেগে উচ্ছ্বসিত হয় না।
স্মৃতিরা আজ জর্জরিত,
শুকিয়ে যাওয়া নদীর মত ভালোবাসা টাও আজ মৃত।
তোমাকে নিয়ে গোছানো স্বপ্নরা আজ বড্ড অগোছালো,
ধূলো জমে গেছে আজ স্বপ্নের পাতায়।
বকুলের গন্ধ তোমার অপেক্ষায় বিলীন হয়েছে,
কাঠগোলাপের পাপড়ি গুলো কাগজের ভাজে কালশিটে পরে গেছে।
এখন শুধু সুখ দুঃখের ঝাপসা স্মৃতি পরে আছে।