হারাম!
লিংকন
হারামে হারামে
গড়িলে গতর!
গতর কি আর
সেই আছে!
সেই গতরে
বাস করে এখন
নানান অসুখ রোগে!
হারাম রক্ত!
হারাম গোস্ত!
হারাম দেহখানা!
আর কবে খুলবে তোমার
খুলবে বিবেকখানা!!!
কিসের লোভে!
কিসের নেশায়!
হারামে সুখ খুঁজো!
দুদিনের এই দুনিয়াতে
কিসে ডুবে থাকো!
মরবো যেদিন!
বুঝবো সেদিন!
হারামের কি জ্বালা!
ইহকালেও কিছু বুঝবো তার
আছে যে তার ছিটেফোঁটা!
এখনও সময় আছে
বিবেকটাকে খুলে
হালাল পথে চলি মোরা
চলি সুখে-দুখে।
This is a premium post.