পোস্টস

কবিতা

এ লোনলি পোয়েম

২৯ জুন ২০২৪

মুয়ায আবদুল্লাহ

কী বিচিত্র সন্ধ্যার মুখোমুখি এই দাঁড়িয়ে থাকা—কোথাও কোনো অন্ধকার নামছে না। নিজেকে আড়াল করার মতো ছায়াও নেই পৃথিবীতে।

 

গাঙচিলের ঠোঁটে ক্রমশ নীলের স্রোত, ফানুস ওড়া বাতাস। কোন গন্তব্যে যাত্রা করলো প্রেমের সাফিনা—জিজ্ঞাসা ঝুলে রইলো বিরহী চোখের তারায়।

 

আমার জন্ম হয়েছে পাখা নিয়ে, ওড়ার ক্ষমতাও আমার আছে, তবু খোঁড়া হয়ে আছি কেন—যদি জানতেন মৌলভি রুমি! কী যে অতুল ইশকের বীণে আটকে গেছে সময়!